• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

হেরোইন পাচারের দায়ে নারীর আমৃত্যু কারাদণ্ড


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০২:৩১ পিএম
হেরোইন পাচারের দায়ে নারীর আমৃত্যু কারাদণ্ড

নড়াইলে হেরোইন পাচারের দায়ে অহিদা বেগম ওরফে টিয়া নামের এক নারীকে  আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই আদেশ দেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অহিদা বেগমের বাড়ি যশোরের শংকরপাশা গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে নড়াইল-যশোর সড়কের সীতারামপুরে পুলিশের চেকপোস্ট বসে। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি প্রাইভেট কার থেকে অহিদা বেগম ওরফে টিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অহিদার স্বামী শরিফুল খানসহ অপর ৪ জনকে আটক করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় ৫ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

Link copied!