বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের সংসদীয় এলাকায় নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। সদর এ উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে মাত্র একটিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিতেছেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একটিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১০টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আটজন, একজন জাসদ সমর্থিত ও অন্যজন বিএনপি সমর্থিত।
নৌকা প্রতীকের একমাত্র জয়ী প্রার্থী হলেন গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের লাল্টু রহমান। বিদ্রোহী যেসব প্রার্থীরা জয় পেয়েছেন তারা হলেন উজানগ্রাম ইউনিয়নের সানোয়ার হোসেন মোল্লা, মনোহরদিয়া ইউনিয়নের জহুরুল ইসলাম জহুর, হরিনারায়ণপুর ইউনিয়নের মেহেদী হাসান সম্রাট, আইলচারা ইউনিয়নের সিদ্দিকুর রহমান, ঝাউদিয়া ইউনিয়নের মেহেদী হাসান, আলামপুর ইউনিয়নের আক্তারুজ্জামান বিশ্বাস, বটতৈল ইউনিয়নের মিজানুর রহমান মিন্টু ফকির ও আব্দালপুর ইউনিয়নের আলী হায়দার স্বপন। এছাড়া হাটশ হরিপুর ইউনিয়নে জিতেছেন জাসদ সমর্থিত এম মোস্তাক হোসেন মাসুদ ও পাটিকাবাড়ি ইউনিয়নে জিতেছেন বিএনপি সমর্থিত রোকনুজ্জামান কানু।
নৌকার এই বিপর্যয়ের জন্য নেতাদের সমন্বয়ের অভাবকে দুষছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী জানান, আওয়ামী লীগ নেতাদের যার যে দায়িত্ব, তা ঠিকমতো পালন করেননি। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের সংসদীয় নির্বাচনী এলাকা কুষ্টিয়া সদরে আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক শক্তিশালী, কিন্তু সমন্বয়ের অভাবেই এমন ফল হয়েছে।