নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. ইলিয়াছ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. সাইফুল ইসলাম।
গ্রেপ্তার মো. ইলিয়াছ উপজেলার চর এলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাকের হোসেনের ছেলে। রোববার বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাত ৯টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ৫ মার্চ রাত ১০টার দিকে সম্পত্তির নিয়ে বিরোধের জেরে ভিকটিম মকবুলকে পূর্বপরিকল্পিতভাবে ইলিয়াসসহ চারজন মিলে হত্যা করেন। আসামি ইলিয়াস ভিকটিমকে মামা বলে ডাকতেন। সে সুবাদে অন্য আসামিরা ভিকটিমকে ডেকে আনার দায়িত্ব ইলিয়াসকে দেয়। পরে স্থানীয় মোল্লার দোকান থেকে তাকে ডেকে এনে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর দিন সকালে আসামি ইলিয়াস মকবুলের লাশ দেখতে যান। পরে তিনি আত্মগোপন করেন এবং চট্টগ্রামে গিয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ইলিয়াসকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তিনি আরও চারজনের সম্পৃক্ততার কথা বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে গত বছরের ৬ মার্চ কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়।