কক্সবাজারে হোটেলে দুই দিন আটকে রেখে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ আশিককে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান।
তানভীর হাসান বলেন, “মেয়েটি স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। তাকে ধর্ষণের অভিযোগে সদর মডেল থানায় ১৮ ডিসেম্বর পাঁচজনকে আসামি করে মামলা করেছিলেন ছাত্রীর বাবা।”
তানভীর হাসান জানান, প্রাথমিক তদন্ত শেষে র্যাব জানতে পারে প্রধান আসামি মোহাম্মদ আশিক কক্সবাজারের চকরিয়ায় অবস্থান করছেন। সেখানে অভিযানে গেলে র্যাব পৌঁছার আগেই তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। পরে ধাওয়া করে তাকে আনোয়ারা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক ওই ছাত্রীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে থানায় হস্তান্তর করা হবে।
মামলার এজাহারে উল্লেখ আছে, আসামি মোহাম্মদ আশিক বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। গত ১৩ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যান আশিক ও তার সহযোগীরা।
হোটেল-মোটেল জোনের ৩ নম্বর গলির মমস হোটেলে নিয়ে ওই ছাত্রীকে দুই দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে তাকে বাড়ির সামনে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।
মামলায় আশিক ছাড়াও তার বাবা নজরুল ইসলাম, মা রাজিয়া বেগম, ভগ্নিপতি মোহাম্মদ কামরুল ও মোহাম্মদ রিয়াজ নামের একজনকে আসামি করা হয়েছে।
আশিকের বাবা নজরুল ইসলাম বলেন, “ওই ছাত্রীর সঙ্গে আশিকের প্রেমের সম্পর্ক ছিল। ছেলে-মেয়ে দুজন নিজেদের ইচ্ছায় সবকিছু করেছে। এখানে ধর্ষণের মতো কিছু হয়নি।”