• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সোমবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘট


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৯:০৮ পিএম
সোমবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘট
ছবি: সংগৃহীত

পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় সোমবার (২২ নভেম্বর) থেকে সিলেটে শুরু হচ্ছে পরিবহণ ধর্মঘট। এ জন্য আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে এই ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।

এদিকে ধর্মঘট চলাকালে সিলেট বিভাগের সর্বত্র বাস, মিনিবাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (২১ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমাস্থ সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেন তারা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগের সকল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ৫ দাবি আদায়ের লক্ষ্যে সোমবার থেকে পরিবহন ধর্মঘট সফল করার জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

শ্রমিকদের ৫ দফা দাবিগুলো হলো- সিলেট জেলা অটোটেম্পু, অটোরিকশা চালক-শ্রমিক জোট (রেজিস্ট্রেশন নং ২০৯৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, প্রহসনের নির্বাচন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষিত কমিটি বাতিল করা ও মনোনয়ন ফি বাবত আদায়কৃত লক্ষ লক্ষ টাকা ফেরত প্রদান, সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপ-পরিচালককে প্রত্যাহার করা, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং বি-১৪১৮) নেতৃবৃন্দের ওপর দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার করা, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ করা, মেয়াদ উত্তীর্ণ শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, শাহপরান সেতু ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ করা এবং চৌহাট্টাসহ সিলেট নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা।

Link copied!