এবার রাজধানীর অদূরে সাভারে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে একটি ফার্নিচার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
রোববার (৬ মার্চ) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
এদিকে শেখ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়দের সহয়তায় আগুন নেভানোর কাজ করছে দমকল বাহিনীটি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এর আগে দুপুরের দিকে রাজধানীর ভাটারা থানার নয়ানগর বালুর মাঠ সংলগ্ন ভাঙাড়ি পট্টিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর আগুন নেভায়।