• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ষষ্ঠ ধাপে সিলেটে নৌকার জয়জয়কার


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৯:০৭ এএম
ষষ্ঠ ধাপে সিলেটে নৌকার জয়জয়কার

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটে নৌকার প্রার্থীদের জয় হয়েছে। জেলার পাঁচ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বাকি ৭টির মধ্যে ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ৪টিতে স্বতন্ত্রের ব্যানারে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারই প্রথম একযোগে জেলার ১৫টি ইউনিয়নেই ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করেছেন ভোটাররা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় প্রশাসন জানায়, ভোটগ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সবকটি ইউনিয়নের সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। তাই জাল ভোটের কোনো অভিযোগও পাওয়া যায়নি।

ষষ্ঠ ধাপে যারা বিজয়ী হয়েছেন :
 
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. গোলাম কিবরিয়া, সাদিপুরে আওয়ামী লীগের সাহেদ আহমদ মুছা, পশ্চিম পৈলনপুরে আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম রব্বানী চৌধুরী সুমন, বুরুঙ্গাবাজারে আওয়ামী লীগের আখলাকুর রহমান, গোয়ালাবাজারে আওয়ামী লীগের পীর মজনু, তাজপুরে আওয়ামী লীগের বিদ্রোহী অরুনোদয় পাল ঝলক, দয়ামীরে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি নেতা এস টি এম ফখর উদ্দিন ও উছমানপুরে আওয়ামী লীগের ওয়ালী উল্লাহ বদরুল নির্বাচিত হয়েছেন।

দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি নেতা মো. অলিউর রহমান অলি ও কামালবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একরামুল হক নির্বাচিত হয়েছেন।

বিশ্বনাথের খাজাঞ্চিতে আওয়ামী লীগের প্রার্থী আরশ আলী ও লামাকাজি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কবীর হোসেন ধলা মিয়া নির্বাচিত হয়েছেন।

গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের নজরুল ইসলাম ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া হেলাল বিজয়ী হয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি নেতা জিয়াদ আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Link copied!