• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : আরও দুই মরদেহ উদ্ধার


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ১১:৪৮ এএম
শীতলক্ষ্যায় লঞ্চডুবি : আরও দুই মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে দুই জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সদর নৌ-থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।

হাফিজুর রহমান জানান, মুক্তারপুর শাহ সিমেন্টের পাশে নদী থেকে আব্দুল্লাহ আল জাভের (৩০) এবং বন্দরের হরিপুর পাওয়ার প্ল্যান্ট ঘাট থেকে নিখোঁজ এক শিশুর (৩) লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া লাশের মধ্যে ছয় জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার জয়নাল আবেদীন ভূইয়া (৫০), মুন্সীগঞ্জের রমজানবেগ এলাকার আরিফা (৩৫) ও তার শিশু সন্তান সাফায়েত, গজারিয়া উপজেলার ইসমানিরচর এলাকার শিল্পা রানী, স্কুলশিক্ষিকা উম্মে খায়রুল ফাতেমা ও আব্দুল্লাহ আল জাভের।

সোমবার (২১ মার্চ) ভোরে ডুবে যাওয়া এমএল আফসার উদ্দিন লঞ্চটি উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

এর আগে রোববার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। 

Link copied!