মানিকগঞ্জের শিবালয়ে ষষ্ঠ ধাপে ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দুটিতে আওয়ামী লীগ, দুটি ‘বিদ্রোহী’ এবং অন্যদিকে বিএনপির স্থানীয় রাজনীতিতে যুক্ত তিনজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ৭টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। ভোট শেষে রাত ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারি ফল ঘোষণা করা হয়।
সাতটি ইউপিতে নির্বাচিত হলেন শিবালয় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলাল উদ্দিন (বিএনপি সমর্থিত-স্বতন্ত্র) , উলাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান (বিএনপি সমর্থিত-স্বতন্ত্র), মহাদেবপুর ইউনিয়নে শাহজাহান মিয়া (বিএনপি সমর্থিত-স্বতন্ত্র), উথলি ইউনিয়নে আব্বাস আলী (আওয়ামী লীগ মনোনীত), শিমুলিয়া ইউনিয়নে জহির উদ্দিন মানিক (আওয়ামী লীগ মনোনীত), আরুয়া ইউনিয়নে মোনায়েম মুনতাকিম খান অনিক (আওয়ামী লীগের বিদ্রোহী-স্বতন্ত্র ) ও তেওতা ইউনিয়নে মোশারফ হোসেন মোল্লা (আওয়ামী লীগের বিদ্রাহী-স্বতন্ত্র)।
উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৫১ জন। ৭১টি কেন্দ্রে ৪৪০টি বুথের মাধ্যেমে চলে ভোট গ্রহণ। ৩৩ জন চেয়ারম্যান, ২৫৭ জন সাধারণ সদস্য, এবং সংরক্ষিত আসনে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।