সপ্তম ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা শপথ নিয়েছেন।
বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। শপথবাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।
শপথবাক্য শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী।
শপথ নেওয়া নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের নাজিম উদ্দিন মিকন, ২ নম্বর চরহাজারী ইউনিয়নের মহি উদ্দিন সোহাগ, ৩ নম্বর চরপার্বতী ইউনিয়নের কাজী মোহাম্মদ হানিফ, ৪ নম্বর চরকাঁকড়া ইউনিয়নের মো. হানিফ সবুজ, ৫ নম্বর চরফকিরা ইউনিয়নের জায়দল হক কচি, ৬ নম্বর রামপুর ইউনিয়নের সিরাজিস সালেকিন রিমন, ৭ নম্বর মুছাপুর ইউনিয়নের আইয়ুব আলী, ৮ নম্বর এলাহী ইউনিয়নের আব্দুর রাজ্জাক।
এছাড়া জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. বেলায়েত হোসেনকে শপথবাক্য পাঠ করান।