• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

লক্ষ্মীপুরে মাসব্যাপী পুনাক শিল্প ও পণ্য মেলা শুরু


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০২:০৮ পিএম
লক্ষ্মীপুরে মাসব্যাপী পুনাক শিল্প ও পণ্য মেলা শুরু

“আমরা আছি তোমাদের সাথে” এই প্রতিপাদ্যকে ধারণ করে লক্ষ্মীপুরে শুরু হয়েছে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শিল্প ও পণ্য মেলা। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার আউটার স্টেডিয়াম মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। 

মেলায় বিভিন্ন জেলা থেকে শিল্পপণ্যের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন। খাবার ও বিভিন্ন ধরনের পণ্যের শতাধিক স্টল রয়েছে এই মেলায়। 
মেলার প্রথম দিন বিকাল থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। করোনার ক্রান্তিকাল ভুলে উৎসবমুখর পরিবেশেই মাসব্যাপী এই মেলা চলবে মনে করছেন আয়োজকরা।

পুনাক লক্ষ্মীপুর জেলার সভানেত্রী কাজী বন্যা আহমেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, এনএসআই উপপরিচালক বসির আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।
 

Link copied!