• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রেললাইনে পড়ে ছিল নবজাতকের লাশ


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০২:২১ পিএম
রেললাইনে পড়ে ছিল নবজাতকের লাশ

নীলফামারীতে রেললাইন থেকে কার্টনে মোড়ানো অবস্থায় এক দিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৮ মার্চ) সকালে সদরের টুপামারী ইউনিয়নের ওয়ার্সিপাড়া নতুন পুলিশ লাইন সংলগ্ন রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম।

এসআই শফিউল ইসলাম বলেন, “স্থানীয়রা সকালে কার্টনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পেয়ে নীলফামারী সদর থানায় খবর দেয়। পরে নীলফামারী সদর থানা থেকে আমাদের জানানো হয়। পুলিশ গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করেছে। কে বা কারা মরদেহটি ফেলে গেছে, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, রোববার গভীর রাতে কেউ নবজাতকের মরদেহটি ফেলে রেখে যায়।”

এসআই শফিউল ইসলাম আরও জানান, নবজাতকের গলা থেকে মাথা পর্যন্ত অস্বাভাবিক মনে হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

Link copied!