রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সৈয়দ আমীর আলী হল থেকে পরিত্যক্ত অবস্থায় ধুলাবালি মাখানো দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে নয়টায় হলের দোতালায় বাথরুম সংস্কারের কাজ করার সময় লাল টেপ জড়ানো ককটেল দেখতে পাই হলের নির্মাণ শ্রমিকরা।
বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে সেটি উদ্ধার করা হয়।
ককটেল উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, “আমরা হল প্রশাসনের খবর পেয়ে দুটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করি। কে বা কারা ককটেলগুলো রেখেছে তাৎক্ষণিকভাবে তা আমরা জানতে পারিনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি বলে জানান তিনি।
পরবর্তীতে বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক ও সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান এবং মতিহার থানার ওসি তুহিনের উপস্থিতে রাবি বধ্যভূমির দক্ষিণ পাশে সফেদা বাগানের পাশে, সার্জেন্ট হাফিজের নেতৃত্ব র্যাব-৫ এর বোম ডিসপোজাল টিম ককটেলগুলো নিষ্কৃয় করেন।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৫ বোম ডিসপোজাল ইউনিটের সদস্য সার্জেন্ট মো. লাভলু,মো. রবিউল, মো. জাহিদ কর্পোরাল র্যাব-৫।