এবার ভোলার দৌলতখানে রান্নাঘর থেকে বিষধর রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সফিউল্যাহর রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।
বিরল প্রজাতির ওই সাপটি উদ্ধারের পর দুপুরে বন বিভাগের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়। এ নিয়ে ভোলায় ১৪টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
স্থানীয়রা জানান, বিষধর সাপটি সফিউল্লাহর রান্নাঘরে দেখে আতঙ্কিত হয়ে যান তার বাড়ির বাসিন্দারা। এ সময় কয়েকজন মিলে সাপটি একটি পাত্রের ভেতর ভরে ফেলেন। খবর পেয়ে বন বিভাগের লোকজন সাপটি উদ্ধার করে বন বিভাগের তজুমদ্দিন উপজেলার শশিভূষণ বিটের গহিন অরণ্যে অবমুক্ত করে।
ভোলা বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, সাপটি অনেকটা অজগরের মতো দেখতে হলেও এটি আসলে পৃথিবীর অন্যতম বিষধর রাসেল ভাইপার। ভোলা থেকে এ নিয়ে গত ৩ বছরে ১৪টি রাসেল ভাইপার উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ। বিষধর হলেও সাপটি শান্ত প্রকৃতির। এ প্রজাতির সাপ দেখলে না মেরে বন বিভাগে খবর দেওয়ার পরামর্শ দেন তিনি।