গাইবান্ধায় মাদক মামলায় জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মাদক মামলার আসামি গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে।
রোববার (৬ মার্চ) বেলা ১১টায় গাইবান্ধার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
জানা গেছে, আসামি জহুরুল দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। গত ২ মার্চ গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় মাদক উদ্ধার অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পান্থাপাড়া মোড়ে পালানোর সময় জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে আসামি জহুরুলকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারা ৩৬ (১) টেবিল ৮ (গ) এর অধীনে দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।