জয়পুরহাটে বিএনপির সমর্থকদের হামলায় হামলায় ছাত্রদল ও যুবদলের ৮ নেতা আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৯টার দিকে জয়পুরহাট শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজভী আহম্মেদ (৩২), যুবদল নেতা রাজীব আহম্মেদ (৩৪) ও আইজুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান (৩২), জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহাদ হোসেন (২৪), অপর যুগ্ম আহবায়ক সাগর চৌধুরী (২২), সদর থানা ছাত্রদলের সদস্য মেহেদি হাসান (৩০) ও জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার কবীর তামীম (২৫)।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রেজভী, আমিনুর ও মেহেদীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হক জানান, দলের কোনো পদে না থাকলেও বিএনপি অনুসারী বলে দাবী করা ফারুক, পাপন, আলিফ, বুলেট, রাব্বী, রিপনসহ ১২/১৪ জন সন্ত্রাসী দলীয় কার্যালয়ের সামনে যুবদল ও ছাত্রদলের নেতাদের ওপর দেশীয় ও ধারাল অস্ত্র নিয়ে হামলা করে কুপিয়ে আহত করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মামলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।