কুড়িগ্রামের পৌর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেলস্টেশনসংলগ্ন মেথরপট্টিতে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেলস্টেশনসংলগ্ন মেথর পট্টিতে বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বরপক্ষের এক যুবকের মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত যুবক বরপক্ষের ছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।