ফরিদপুর জেলা পুলিশের এক ব্যতিক্রমধর্মী আয়োজন ‘বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা’ শুরু হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শহরের পুলিশ লাইনের মিলনায়তনে শুরু হয়েছে এ স্মৃতি কথা। আগামী দুই দিন চলবে ব্যতিক্রমধর্মী এ আয়োজন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ফরিদপুর জেলা পুলিশ।
রোববার সন্ধ্যায় অনুষ্ঠানের প্রথম দিনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোহাম্মদ বাবুল।
পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামানের সভাপতিত্বে এবং উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি পরিবেশন করা হয়। এতে ক্যাপ্টেন মোহাম্মদ বাবুল মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণ করেন। এসময় তিনি উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।