রাজবাড়ীতে বিকাল সাড়ে ৪টায় সারা দেশের মত প্রধানমন্ত্রীর সঙ্গে শপথবাক্য পাঠ করে সর্বস্তরের জণগণ।
রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে শপথবাক্য অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী-১ আসনের সংসদ কাজী কেরামত আলী, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ৪০০ জন মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার বাহিনীসহ জেলার স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিল।
জেলা শহর ছাড়াও প্রতিটি উপজেলার উপজেলা প্রশাসনের আয়োজনে শপথবাক্য পাঠ করানো হয়।