রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে রিয়াজ শেখ (১৯) নামের এ তরুণের হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে হুমায়ূন (২২) নামের এক ব্যক্তি।
রোববার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত রিয়াজ শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মণ্ডলের পাড়ার বাবু শেখের ছেলে। অভিযুক্ত হুমায়ুন সামসু মাস্টার পাড়ার হাসেম ওরফে হাসির ছেলে।
জানা যায়, রিয়াজ শেখ সন্ধ্যার দিকে দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় আসেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন হুমায়ুন। এ সময় ধারাল সোল দিয়ে রিয়াজের মাথায় কোপ দেন হুমায়ুন। রিয়াজ বাম হাত দিয়ে সেটি ঠেকাতে গেলে হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোপ দিয়ে রিয়াজ নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন করেছে হুমায়ুন নামের আরেক যুবক। ধারনা করা হচ্ছে তাদের মধ্যে মেয়ে বিষয়ে কোনো ঝামেলা ছিল।