জামালপুরে পিকআপের ধাক্কায় মো. চান মিয়া (৬৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ সময় ভ্যানে থাকা দুই নারী যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার নারায়ণপুর তদন্তকেন্দ্র সংলগ্ন কামাল খান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান মিয়া সদর উপজেলার তিতপল্লা পশ্চিমপাড়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কামালখান বাজার থেকে ভ্যানচালক চান মিয়া যাত্রী নিয়ে মেইন রোডে উঠছিলেন। এ সময় দিগপাইত থেকে জামালপুরগামী একটি পিকআপ দ্রুত গতিতে যাচ্ছিল। ছুটে আসা পিক-আপের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক চান মিয়ার মৃত্যু হয়।
নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।