• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৬:৪৭ পিএম
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’

রাঙামাটির কাপ্তাইয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) র‌্যালি, আলোচনা সভা, জয়িতা সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।

দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে শতশত নারীর উপস্থিতিতে একটি র‍্যালি কাপ্তাই সড়ক ও বড়ইছড়ি বাজার  প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হন।

র‍্যালিতে নারীদের কণ্ঠে ধ্বনিত হয় “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি”।

মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শুদ্ধশ্রী রায় বর্ণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সুপার সালেহ আহমেদ সেলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।

ইউএনও বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারী শিক্ষার জন্য বেগম রোকেয়া তার জীবদ্দশায় আন্দোলন সংগ্রাম করে গেছেন। নারীদের ঘরের বন্দী জীবনদশা থেকে মুক্তির চেষ্টা ও নারীর অধিকার আদায়ে বেগম রোকেয়া স্মরণীয় হয়ে আছে।

পরে জয়িতা নারী হিসাবে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বিএম সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রওশন শরীফ তানি, অর্থনৈতিকভাবে সফলতার জন্য আয়েশা বেগম এবং সফল জননী নারী হিসাবে অংক্রানু মারমাকে জয়িতা সম্মাননা নারীর সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হোসেন চৌধুরী,  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন, সাংবাদিক কবির হোসেন প্রমুখ।

Link copied!