নারায়ণগঞ্জের মদনপুরে পোশাক কারখানায় আগুন লাগার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে মহাসড়কে সাত কিলোমটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে এ যানজটের সৃষ্টি হয়। এদিকে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে এ পথে যাতায়াত করা যাত্রীরা।
জেলার বন্দর উপজেলার মদনপুরে জাহিন গার্মেন্টস নামের রপ্তানিমুখী পোশাক কারখানায় আগুন লাগে। বিকেল সাড়ে চারটার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ৩ ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
কারখানার শ্রমিক সবুর আলী জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি দিন থাকায় কারখানা বন্ধ ছিল। তবে কয়েকটি ইউনিটে কাজ চলছিল।
আরেকজন শ্রমিক জানান, কারখানার নিট সেকশন বন্ধ কিন্তু ফিনিশিং ও ওপেন সেকশনে কাজ চলছিল। কারখানার ৫ নম্বর ইউনিটে কাজ করা অবস্থায় হঠাৎ দেখি ওপর তলায় আগুন জ্বলছে। প্রথমে দ্বিতীয় তলায় আগুন লাগে। এর পর দেখি ওপরের দিকে উঠতে শুরু করেছে। তারপর ছড়িয়ে পড়ে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম জানান, ৩ ঘণ্টারও বেশি সময় ধরে পোশাক কারখানায় আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
সাজ্জাদ করিম আরও জানান, মহাসড়কের কাঁচপুর-সোনারগাঁওয়ের মোগরাপাড়া পর্যন্ত সাত কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় স্থবির হয়ে পড়েছে।
যানজটের চরম ভোগান্তির কথা জানিয়ে ঢাকামুখী যাত্রী নুরুল ইসলাম বলেন, “আমি কুমিল্লা থেকে ঢাকায় আসছিলাম। এখন যানজটে আটকা পড়েছি। ছোট বাচ্চা নিয়ে বেশ ভোগান্তিতে পড়েছি।”
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।