• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০১:০১ পিএম
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
ছবি: সংবাদ প্রকাশ

কয়েক দিন ধরে পঞ্চগড়ে ভিন্নভাবে শীতের আমেজ শুরু হয়েছে। দিনভর গরম আবহাওয়া থাকলেও রাতে পুরোদমে অনুভূত হচ্ছে শীত। একই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঝরছে কুয়াশা।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসয়িাস রেকর্ড করা হয়েছে, যা সকাল ১১টায় সারা দেশের সঙ্গে নির্ণয় করে দেশের মধ্যে সর্বনিম্ন রেকর্ড করা হয়। 

এদিকে একই দিন বেলা ১২টার সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা ও গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। 

অন্যদিকে বৈরী আবহাওয়ায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “দিনের থেকে রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। অন্যদিকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ছে। সকাল ৯টায় তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের জন্য দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।”

Link copied!