• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ড্রাম ট্রাকচাপায় শিশুর মৃত্যু


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৩:৩৬ পিএম
ড্রাম ট্রাকচাপায় শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাপায় হীরা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুরে তার মৃত্যু হয়। 

শিশু হীরা গাংনী পৌর এলাকার থানাপাড়ার এনামুল হকের মেয়ে ও গাংনী শহরের বিআর লাইসিয়াম স্কুলের ছাত্রী।

স্থানীয় সূত্র জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে শিশু হীরা ও তার মা গাংনী বাজার বাসস্ট্যান্ডে থেমে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ ড্রাম ট্রাকের চালক ট্রাকটিকে পেছনের দিকে নেওয়ার সময় ট্রাকের চাকার নিচে পড়ে হীরা গুরুতর আহত হয়। তাকে প্রথমে গাংনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!