ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছে থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি রামদা, স্টিলের চাপাতি এবং চাকু জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন মো. শিমুল মোল্যা (৩৮), আলী মিয়া (৩০), ইয়াছিন খান (৩০), জসিম কাজী (৩৭), রেজাউল ঠাকুর (৪৪) ও মোহন খান (৩৮)। তাদের বাড়ি ফরিদপুরের বিভিন্ন এলাকায়।
মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার একটি মাঠের মধ্যে অভিযান চালানো হয়। এসময় ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিকালে আদালতে পাঠানো হয়েছে।