• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে এক বন্ধুর মৃত্যু, আরেক বন্ধুর হাত বিচ্ছিন্ন


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ১২:২২ পিএম
ট্রেনে কাটা পড়ে এক বন্ধুর মৃত্যু, আরেক বন্ধুর হাত বিচ্ছিন্ন

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রাকিবুল ইসলাম রকি (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সাকিব হোসেন (২১) নামের আরেক তরুণের এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। 

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিষপুর গ্রামের আবদুলপুর-আজিমনগর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

আহত সাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাকিব জানান, গতকাল রাত আটটার দিকে তারা দুই বন্ধু রেললাইন হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় দুজনই মুঠোফোনে ব্যস্ত ছিলেন। তাই পেছন থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি তারা দেখতে পাননি। ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই রাকিবুলের মৃত্যু হয়। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল রেললাইন হওয়ায় আইনি প্রক্রিয়া চালাচ্ছে রেলওয়ে পুলিশ।”

Link copied!