• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকচাপায় জবি ছাত্রী নিহত


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৬:০৬ পিএম
ট্রাকচাপায় জবি ছাত্রী নিহত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় সাবরিনা আক্তার মিতু (২৩) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবরিনা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন। আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া সেমিস্টার পরীক্ষা দিতে ঢাকায় আসছিলেন তিনি। 

জানা গেছে, সাবরিনা সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের আমজাদ ভূঁইয়া বাড়ির মুর্তজা ভূঁইয়ার মেয়ে।

ঘটনাস্থলে থাকা সাবরিনা আক্তারের খালাতো ভাই শামিম বলেন, “সাবরিনা ঢাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। যখন বাস এলো, সাবরিনা বাসে ওঠার জন্য গেলে উল্টো পথে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি।

ওসি মৃদুল কান্তি কুরি বলেন, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাককে আটক করেছি। কিন্তু চালক পালিয়ে গেছেন। আমরা চালককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, “সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি৷ আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং থানায় কথা বলেছি। মরদেহ যেন পোস্টমর্টেম না করা হয়, সে বিষয়ে কথা বলেছি।”

এদিকে সাবরিনার মৃত্যুতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। বিভাগের চেয়ারম্যান শাহ নিস্তার জাহান কবির বিভাগের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।

Link copied!