চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কানসাট এলাকার খড়কপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধোবড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে সুমন (৩৫) ও ট্রলিচলক। ট্রলিচালকের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ জানান, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারকরে হাসপাতালে পাঠানো হয়েছে।