ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশে রাস্তায় লুৎফর রহমান নামের এক ব্যক্তি কুড়িয়ে পান একটি টাকার ব্যাগ। ওই ব্যাগে থাকা টাকার মালিককে ৫ দিন ধরে খুঁজছেন তিনি। টাকার মালিককে না পেয়ে শুক্রবার ও শনিবার দিনভর মাইকিং করেছেন।
লুৎফর রহমানের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের স্কুলপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
লুৎফর রহমানের পাশের বাড়ি মিজানুর রহমান বলেন, “আমাদের গ্রামের মধ্যে তিনি অত্যন্ত সাদা মনের মানুষ। তিনি করোনা মহামারির আগে হজ্ব পালন করেন। আমার জানামতে তিনি এখন পর্যন্ত কারো সাথে ঝগড়ায় জড়াননি। এমন নমনীয় ব্যবহারে মানুষ খুব কম দেখেছি।”
বালিয়াডাঙ্গী সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ বলেন, “লুৎফর রহমানের এমন কাজ ইতিমধ্যে এলাকায় আলোচনা শুরু হয়েছে। তিনি সকলের নিকট প্রশংসিত হচ্ছেন। এমন মানুষ সমাজে খুঁজে পাওয়া দুষ্কর। তাঁর আদর্শ সকলেই ধারণ করতে পারলে সমাজে ভালো কিছু আশা করা যায়।”
লুৎফর রহমান বলে, “ব্যাগে কত টাকা তা এখন বলাটা ঠিক হবে না। কারণ, গেল ৫ দিন আগে বাড়ির পাশে রাস্তায় একটি ব্যাগ ও ব্যাগের ভিতরে থাকা টাকা পেলে কুড়িয়ে বাড়িতে নিয়ে রাখি। এরপর দুদিন রাস্তায় লক্ষ্য রাখলেও কেউ টাকার দাবি করতে আসেনি। পরে আমার ছেলেদের সাথে পরামর্শ করে টাকার মালিককে খোঁজ করতে মাইকিং করি। প্রকৃত মালিক নির্ধারিত টাকা এবং ব্যাগের রঙ বলতে পারলেই তার নিকট টাকা হস্তান্তর করে দেওয়া হবে। আর মালিককে খুঁজে না পাওয়া গেলে ওই টাকা ৩ বছর গচ্ছিত থাকবে। এরপরেও মালিক না পাওয়া গেলে সেটা দান করবেন তিনি।”
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। টাকা কুড়িয়ে পাওয়ার পর কেবলমাত্র সাদা মনের মানুষেরাই মাইকিং করে প্রকৃত মালিকের খোঁজ করে। এ ধরণের মানুষ সমাজে বেশি লক্ষ্য করা যায় না। এমন আদর্শ সকলের ধারণ করা উচিত।”