• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জ্বরের ওষুধ খেয়ে দুই ভাইয়ের মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০১:১৫ পিএম
জ্বরের ওষুধ খেয়ে দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো ইয়াসিন (৭) ও মুরসালিন (৮)। তারা ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, দুই শিশু জ্বরে আক্রান্ত হলে তাদের দাদি বৃহস্পতিবার বিকালে স্থানীয় চকবাজারের ‘মা ফার্মেসি’ থেকে নাপা সিরাপ কিনে এনে খাওয়ান। কিছু সময় পর শিশু দুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ সময় তাদের উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার আরও অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। 

চিকিৎসা শেষে রাত ১১টায় বাড়ি নিয়ে আসার পথে শিশু মুরসালিন মারা যায়। আর বাড়িতে আসার পর রাত সাড়ে ১১টায় ইয়াসিন মারা যায়। খবর পেয়ে দুই শিশুর লাশ থানায় নিয়ে আসে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শুক্রবার লাশ দুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে ঘটনার পর থেকে ‘মা ফার্মেসি’ বন্ধ রয়েছে, মালিক মাইনুদ্দিনও পলাতক।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজাদ রহমান বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে নাপা সিরাপের বোতল জব্দ করেছি। তবে নাপা সিরাপটি মেয়াদোত্তীর্ণ কি না, তা যাচাই করা হবে। মেয়াদোত্তীর্ণ হলে ফার্মেসির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!