নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হতে চান নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করেন তিনি।
একরামুল করিম বলেন, “আগামী ২৩ তারিখ আওয়ামী লীগের সম্মেলন। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে চান, আমি সভাপতি পদে দাঁড়াতে চাই।”
এমপি একরাম আরও বলেন, “যারা বর্তমান আহবায়ক কমিটিতে আছেন, যারা টাকার বিনিময়ে নির্বাচনে প্রার্থী দিয়েছিলেন, তাদের কোনো ক্ষমা নাই। যারা আওয়ামী লীগকে কটূক্তি করছে, আমাকে করেছে, আমি আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বার, আমার বিরুদ্ধে বলা আর শেখ হাসিনার বিরুদ্ধে বলা এক কথা।”
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে একরাম বলেন, “আমি কাদের সাহেবকে সম্মান করে একটা কথা বলতে চাই, এখনও লাগাম ধরেন। আওয়ামী লীগ, নোয়াখালীকে বাঁচান। সবার আঙুল কিন্তু আপনার দিকে। আমি আপনাকে বলি, কাদের ভাই, বাবার পরে আপনাকে স্থান দিয়েছিলাম। এখনও ধরে রাখার চেষ্টা করেন।”