• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জাবিতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০২:৪৭ পিএম
জাবিতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ

ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

শনিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইঞ্জিনচালিত রিকশা, ইজিবাইক, ভ্যান ও নছিমন ইত্যাদি যানবাহনের বেপরোয়া চলাচলের ফলে আশঙ্কাজনক হারে দুর্ঘটনা ঘটে চলছে। এসব পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইঞ্জিনচালিত রিকশা নিষিদ্ধ করা হয়েছে। তবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমদিত রিকশা চলবে।

এছাড়াও শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রধান দুইটি রুটে বাস চলাচলের ব্যবস্থা রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের পূজা মজুমদার নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি জানিয়ে আসছে।

Link copied!