• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৯:১৮ এএম
ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার পৌরসভায় মাদকাসক্ত ও ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় তাদের কাছে থাকা ৮০ পিস ইয়াবা, ৫ পুরিয়া গাঁজা ও ৩টি ছুরি জব্দ করা হয়।

বুধবার (৯ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৫-এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

গ্রেপ্তাররা হলেন মঞ্জুর আলম (৩৪), মো. আব্দুল হালিম (৩১), মো. কুতুব উদ্দিন (২৫), নুর মোহাম্মদ (৩০), মো. আব্দুল করিম দুদু (২৬) ও ফয়সাল আহমেদ রকি (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হোটেল-মোটেল জোনে ডায়মন্ড এঞ্জেল নামক হোটেলের সামনে কয়েকজন মাদকসেবী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করে। গভীর রাতে অবস্থানের কারণ জিজ্ঞাসাবাদে তারা সদুত্তর দিতে ব্যর্থ হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা, ৫ পুরিয়া গাঁজা ও ৩টি ছুরি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিরা মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রয়, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

Link copied!