• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

খাল থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৪:০৮ পিএম
খাল থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশালপুর ইউনিয়নের বেওড়াপাড়া গ্রামের খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বেওড়াপাড়া গ্রামে রানীর হাট বাজারের পূর্ব উত্তরে সরকারি খাস জমির খালের মধ্যে অজ্ঞাতনামা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানায়, ওই নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার পরনে প্রিন্টের শাড়ি। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!