• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৮:৩৬ এএম
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের রামু উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জয়নাল আবেদীন নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত জয়নাল আবেদীন দৌছড়ি গ্রামের মনু মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দৌছড়ি নারিকেল বাগানের পাশে ফকিরা মুরা কবরস্থান সংলগ্ন স্থানে ক্রিকেট খেলা চলাকালীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জয়নাল। পরে তাকে ভর্তি করানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!