কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পাঁচ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করে র্যাব-১৫।
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সুগন্ধা সড়কে অবস্থানকালে পাচঁজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি ড্যাগার ও চাপাতি উদ্ধার করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই পেশাদার কিশোর গ্যাংয়ের সদস্য। সৈকতে ঘুরতে আসা পর্যটকদের চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং আঘাত করে সর্বস্ব লুট করত তারা।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।