• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কাভার্ডভ্যান চাপায় এক নারী নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৬:৫৮ পিএম
কাভার্ডভ্যান চাপায় এক নারী নিহত

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় কাভার্ডভ্যান চাপায় এক নারী (৩০) নিহত হয়েছে।

রোববার (১৩ মার্চ) বিকেল সাড়ে পাচঁটার দিকে মহাসড়কের সলঙ্গা থানার দত্তকুশা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, “বিকেল সাড়ে পাচঁটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দত্তকুশা এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান অজ্ঞাত এক নারীকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। খবর পেয়ে নিহেতর লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে।”

Link copied!