• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কক্সবাজারে ঘুরতে গিয়ে পর্যটকের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৯:৪৬ পিএম
কক্সবাজারে ঘুরতে গিয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে এসএম মাহাবুবুজ্জামান (৪১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মাহাবুবুজ্জামান ঢাকা উত্তরা ৭ নম্বর সেক্টরের মো. বদিউজ্জামানের ছেলে। 

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

ওই পর্যটকের এক বন্ধু জানান, দুপুরে সমুদ্র থেকে তিনি গোসল করে আসার পর হোটেলে আবার গরম পানি দিয়ে গোসল করলে অসুস্থবোধ করেন। তাকে কক্সাবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, গত শুক্রবার (১৭ ডিসেম্বর) মাহাবুবুজ্জামান ও তার আরও দুই বন্ধু মিলে ঢাকা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান। 
 

Link copied!