• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আর সংঘর্ষ নয়, এবার শান্তি চান গ্রামবাসী


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৯:০৬ পিএম
আর সংঘর্ষ নয়, এবার শান্তি চান গ্রামবাসী

ফরিদপুরের নগরকান্দায় সংঘর্ষ বন্ধে ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মেহেরদিয়া গ্রামের লোকজন তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র থানায় জমা দেন।

এলাকাবাসী জানিয়েছেন, গ্রামে হামলা-সংঘর্ষ থামাতে পুলিশের নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান উদ্যোগ গ্রহণ করেন। উপজেলার পুড়াপারা ইউনিয়নের শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মেহেরদিয়া গ্রামের লোকজন তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র ঢাল-সুরকি ওসির কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন ও নগরকান্দা উপজেলার চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার প্রমুখ।

সুমিনুর রহমান বলেন, নগরকান্দার সংঘর্ষ বন্ধ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে এ ধারা অব্যাহত থাকবে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!