ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভয়াবহ আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুটি বাজারের দুধ বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ খালিদ বলেন, “শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে আমাদের কাছে কুটি বাজারে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তখন আগুনের তীব্রতা অনেক ছিল। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও কসবা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টার পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই ঘটনায় বাজারের ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোতে ছিল চালের গুদাম, লাইব্রেরি, তেলের মিলসহ অন্যান্য দোকান।”
আব্দুল্লাহ মোহাম্মদ বলেন, “কী থেকে আগুনের সূত্রপাত, তা এখনই আমরা বলতে পারছি না। তদন্তের পর এ সম্পর্কে বলা যাবে।”
এছাড়া ক্ষয়ক্ষতি পরিমাণে কাজ চলছে বলেও জানান তিনি।