আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ হারলে নিজের কারণে হারবে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রাজনৈতিক দক্ষতার কারণে দেশের উন্নয়নে গতি পেয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে। আওয়ামী লীগকে নতুন চেতনা আর দিকদর্শনে নবচেতনায় গড়ে তোলার কাজ করছেন তিনি।”
সেতুমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের আড়াই বছর অতিক্রান্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে হলে কঠিনভাবে প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। আওয়ামী লীগ পরাজয় হলে নিজেদের কারণে পরাজিত হবে।”
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, “দলীয় কোন্দল, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত ও শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। দেশে-বিদেশে শত্রুতা আর ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ তথা শেখ হাসিনার উন্নয়ন রুখে দিতে চেষ্টা চলছে। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা দিয়ে।”
দলীয় নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “যারা নবাগত। দলকে ভালোবেসে এসেছেন, তাদের জন্য শুভকামনা। তবে পুরাতনদের ভুলে গিয়ে নিজেদের পকেট ভারী না করে যোগ্যদের স্থান দিন। তাদের সম্মান দিন। তাদের জন্যই দল সুসংগঠিত ও শৃঙ্খলার মধ্যে থাকে। তাদের বাদ দিয়ে সে ভুল কখনো করবেন না।”
শনিবার বেলা ১১টায় পাবনা পুলিশ লাইনস মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে কেন্দ্রীয় নেতাসহ জেলার শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন।