ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মহান স্বাধীনতা দিবসে একটি বেসরকারি সংস্থা (এনজিও) বাঁশের বদলে আঁখের কাণ্ডে জাতীয় পতাকা উত্তোলন করেছে। এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে স্থানীয়দের মধ্যে।
জানা গেছে, উপজেলার কামারগ্রামস্থ সরকারি কলেজের পেছনে বেসরকারি ক্ষুদ্র ঋণ এবং সামাজিক সংস্থা ‘সিও’র উপজেলা শাখার কার্যালয় অবস্থিত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) কার্যালয়টিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তবে বাঁশের বা লোহার দণ্ডে নয়, একটি লম্বা আঁখের কাণ্ডে পতাকা বাঁধা হয়।
এ ব্যাপারে সিও’র বোয়ালমারী উপজেলা শাখার ব্যবস্থাপক অমিত মিত্র বলেন, “না বুঝে আমার অফিসের ফিল্ড অফিসার এমনটি করেছেন। আমি স্বাধীনতা দিবসের দিন কর্মস্থলে ছিলাম না। আমি অবহিত হওয়ার সাথে সাথেই বাঁশে জাতীয় পতাকা উত্তোলন করার ব্যবস্থা করি।”