• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৮:৪৮ পিএম
আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

কুমিল্লার মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরআগে সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে মনোহরগঞ্জ থানায় মামলা করেন নিহতের স্ত্রী শাহানারা বেগম। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির।

মাহাবুল কবির জানান, সোমবার রাতে নিহত অজি উল্লাহর স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে লক্ষণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৩৩ জনের নামে মামলা করেন। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নিহত অজি উল্লাহর লাশ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো পাঠানো হয়। বিকেলে পারিবারিক কবরস্থান নিহতের দাফন সম্পন্ন করা হয়।

সরকারি কর্মসূচির আওতায় উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মড়হ গ্রামে একটি রাস্তা সম্প্রসারণের কাজ করা হচ্ছে। সোমবার সকালে মড়হ গ্রামের রাস্তা পরিদর্শনে আসেন চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়নের ট্যাগ কর্মকর্তা। এসময় অজি উল্লাহ ও তার ছেলে মহসিন রাস্তার কাজে বাধা দেন। তাদের জমি থেকে রাস্তার মাটি বেশি কাটা নিয়ে চেয়ারম্যান ও অজি উল্লাহর সঙ্গে কথা কাটাকাটি হয়। এতে দুপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় চেয়ারম্যানসহ কয়েকজন যুবক অজি উল্লাহর তলপেটে লাথি, চড়-থাপ্পড় ও রড দিয়ে আঘাত করলে তার রক্তক্ষরণ শুরু হয়।

এক পর্যায়ে হামলাকারীরা অজি উল্লাহর বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত অজি উল্লাহকে মনোহরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!