সোনারগাঁ উপজেলা বৈদ্যেরবাজার ইউনিয়নের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। ৯টি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে নারী ভোটার ছিল সবচেয়ে বেশি।
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আল আমিন সরকার ৭১৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৩৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী মাহাবুব হোসেন সরকার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৯৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ইয়াছিন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৭১২ ভোট।