• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ০৪:৪৯ পিএম
কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

মাদারীপুরের কালকিনিতে ট্রলার চুরির করতে গিয়ে গণপিটুনিতে মিলন চন্দ্র হালদার নামের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি সস্তাল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় ট্রলার মালিক নাহিদুল খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত মিলন চন্দ্র হালদার পিরোজপুর জেলার কাউখালী উপজেলার হরিণডাঙ্গা গ্রামের অমূল্য চন্দ্র কুঠি হালদারের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে কোলচুরি সস্তাল গ্রামের নাহিদুল খানের একটি ট্রলার চুরি করার উদ্দেশ্যে ট্রলারের শিকল কাটে। এ সময় শব্দ পেয়ে স্থানীয়রা চোরচক্রের সদস্য মিলন চন্দ্র হালদারকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল যায়। গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, চোর সন্দেহে গণপিটুনিতে নিহত মিলন হালদারের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিরোজপুরে তার স্বজনদের খবর দেয়া হয়ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রলার মালিক নাহিদুল খানকে থানায় আনা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!