• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

গোসাইরহাটের ‘ইয়াবা নাসিম’ গ্রেপ্তার


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৩:৪৬ পিএম
গোসাইরহাটের ‘ইয়াবা নাসিম’ গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাটে ৩০ পিস ইয়াবাসহ মো. নাসিম (২১) ওরফে ইয়াবা নাসিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার নাসিম উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্ড এলাকার তফসিল জসিমের ছেলে।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় নাসিমকে গ্রেপ্তার করা হয়। গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল ইসলামের নেতৃত্বে এসআই মিজান, সহকারী উপপরিদর্শক (এএসআই) তানভির, রবিউলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, ইয়াবা বিক্রির সময় নাসিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Link copied!