• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

ট্রাকচাপায় শ্রমিক নিহত


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ১২:৫১ পিএম
ট্রাকচাপায় শ্রমিক নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে কাজে যাওয়ার পথে ড্রাম ট্রাকচাপায় সোহাগ (২৫) নামের এক বাক্‌প্রতিবন্ধী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছোনোটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সোহাগসহ চারজন ভ্যানে করে কাজে যাচ্ছিলেন। পথে পশ্চিম পাড়া শিশু পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক শ্রমিকদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন। আহত হন তিনজন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ জানান, লাশের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Link copied!