• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৬:৩৪ পিএম
গাজীপুরে কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত

গাজীপুরে ইনটেলিজেন্ট কার্ড লিমিটেড নামের একটি কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণ হয়ে লিখন মিয়া (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের ধীরাশ্রম ভাবারুল সুখীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লিখন মিয়ার বাড়ি গাইবান্ধায় বলে বলে কারখানা সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুপুর পৌনে ১টার দিকে কারখানায় একটি লেমিনেশন মেশিন বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কারখানায় আগুন ধরে যায়। এ সময় দগ্ধ হয়ে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

Link copied!