• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মাদক মামলায় নারীর যাবজ্জীবন


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২৩, ১১:২৫ এএম
মাদক মামলায় নারীর যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় তারা বেগম নামের এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২২ মে) বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তারা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ার মিজানুর রহমানের স্ত্রী।

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ জুলাই চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের মুসলিমপাড়ার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। ওই বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে মিজানুর রহমানের স্ত্রী তারা বেগমকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তরের চুয়াডাঙ্গা অফিসের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এরপর তদন্ত শেষে ওই বছর ২৬ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।

Link copied!